Mamun Ahmed, staff reporter
বগুড়ার নন্দীগ্রামে মুনছুর হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩মে সকাল ৯টা থেকে বিকেল ৩টা প্রর্যন্ত বিরতিহিন ভাবে ভোট অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ১হাজার ২জন, অবিভাবক প্রার্থী ছিল ৪জন এর মধ্যে গোলাম মস্তফা ৬৯, রুহুল আমিন ৬৬ ও আজিজুল হক জিহাদী ৫৯ ভোট পেয়ে অবিভাবক সদস্য নির্বাচিত হয়। এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মুনজুয়ারা খাতুন, নির্বাচন কমিশনের সদস্য ছিলেন পৌর মেয়র আনিছুর রহমান ও প্রভাষক স্বপন কুমার সরকার। নির্বাচনটি সুষ্ট শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচিত সদস্যদেরকে শিক্ষকগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
AttarJournal24/Mamun