নিজস্ব প্রতিবেদক: মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, দূর্ঘটনা হ্রাস এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিবহন চালক, হেলপার ও শ্রমিকদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা বিষয়ক গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ জানুয়ারি বিকাল ৪ টায় বগুড়া রিজিয়নের কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এই গণসচেতনতা বিষয়ে চালক ও শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হাইওয়ে ওসি আনোয়ার ইসলাম। মহাসড়ক ব্যবহারে সবসময় সতর্ক থাকতে ও হাইওয়ে পুলিশের নির্দেশনা মানতে অনুরোধ করেছেন হাইওয়ে ওসি আনোয়ার ইসলাম। তিনি আরো বলেন, মহাসড়কে নসিমন-করিমন, ভটভটি, ব্যাটারীচালিত অটোরিক্সা-অটোভ্যান, সিএনজি, হিউম্যান হুলারসহ সকল থ্রি হুইলার মহাসড়কে দূর্ঘটনার প্রধান কারণ। এগুলো মহাসড়কে চলাচলের জন্য নিরুৎসাহিত করেন তিনি। এছাড়া ওমিক্রন ভাইরাস মোকাবিলায় জরুরি প্রয়োজনে জনসাধারণকে মাস্ক পড়ে ঘরের বাহিরে বের হওয়ার নির্দেশ দেন হাইওয়ে ওসি আনোয়ার ইসলাম। কুন্দারহাট হাইওয়ে পুলিশের উদ্যোগে চালক ও হেলপারদের প্রশিক্ষণ বিষয়ক গণসচেতনতা মূলক সভায় উপস্থিত ছিলেন টিএসআই আল ফারুক, এএসআই শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা তানভীর ইসলাম রাজু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহাসড়কে সার্বিক শৃঙ্খলা নিশ্চিতকল্পে হাইওয়ে থানা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
1 মিনিট পড়া
এ ধরণের আরো কিছু খবর
-
সীমানার বাহিরে জোরপূর্বক খাজনা আদায়, অভিযোগে ব্যর্থ হয়ে মানববন্ধন
বিডি অবজার্বার ২৪2 বছর আগেনন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নিদিষ্ট সীমানার বাহিরে জোরপূর্বক খাজনা ও টোল আদায় বন্ধে প্রশাসনকে অভিযোগ করার পরেও ব্যর্থ হয়ে টোল ও খাজনা আদায় বন্ধে এবং হাটের উন্ন... -
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নন্দীগ্রামে আলোচনা সভা
বিডি অবজার্বার ২৪2 বছর আগেসুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নন্দীগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে মার্চ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ই... -
বগুড়ায় প্রতিপক্ষের হামলায় এক পরিবারে আহত ৪, থানায় মামলা
বিডি অবজার্বার ২৪2 বছর আগেস্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গুড়টুপ নগর মধ্যে পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে খোকার ছেলে আব্দুল ওহাব (৩২), সোহাগ (৩০),আব্...
