বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবেঃ হাইকোর্টের নির্দেশ

স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনকের দেওয়া ৭ মার্চের ভাষণের আঙ্গুল উঁচানো ভাস্কর্য স্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া এ ভাস্কর্য স্থাপনের জন্য একটি কমিটি করতে’ও বলা হয়েছে।
আজ বুধবার ৮’সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতির এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দীনের বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ড. মো. বশির আহমেদ।
একাত্তর জার্নাল বার্তা বিভাগঃ

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • পদ্মায় আটকা ৮৭৪ কোটি টাকা উদ্ধারে জোর চেষ্টা

BN