নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জনের মুত্যু

 

মামুন আহমেদ. স্টাফ রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে জানাজা নামাজে যাওয়ার সময় ব্যাটারী চালিত ভ্যানের সাথে সংঘর্ষে আবু জাফর (৫০) নামের একজন মটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে বগুড়া নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু জাফর নন্দীগ্রাম এলাকার ফোকপাল গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। জানা গেছে, আবু জাফর মটরসাইকেল যোগে নিমগ্রামে একটি জানাজা নামাজে অংশগ্রহনের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে দামগাড়া নামকস্থানে বিপরীতমুখী একটি ব্যাটারী চালিত অটো ভ্যানের সাথে সংঘর্ষ হয়৷ এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় খাদিজা বেগম (৩০) নামের একজন  ভ্যানযাত্রী মহাসড়কে পড়ে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে আবু জাফর মারা যান।নন্দীগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে পড়ে আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷

একাত্তরজার্নাল২৪/মামুন

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • রাঙ্গুনিয়ার ৭০০ কৃষক পেল সবজি বীজ ও অর্থ

BN