নন্দীগ্রামে সূর্যমুখী চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন আফজাল হোসেন

মামুন আহমেদ ( স্টাফ রিপোর্টার)

নন্দীগ্রামে সূর্যমুখী চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক আফজাল হোসেন। চলতি মৌসুমে তিনি ১বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন, সরেজমিনে গিয়ে দেখা যায়। আফজাল হোসেনের জমিতে সূর্যমুখী ফুলগুলো যেন হাসিমুখে আলো ছড়াচ্ছেন। চারিদিকে হলুদ ফুল আর সবুজ গাছের অপুরুপ দৃশ্য এই সৌন্দর্য দেখতে আশ পাশের এলাকা থেকেও তার জমিতে ভিড় জমাচ্ছেন অনেকেই । কেউ আবার ফুলের সঙ্গে দাঁিড়য়ে ছবিও তুলছেন চারিদিকে হলুদ রঙ্গের ফুলের মাতানো ঘ্রাণে মৌমাছির দল গুন গুন শব্দে ঘুড়ে বেড়াচ্ছে। প্রাপ্ত তথ্য জানা গেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিজামতকুড়ি গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে মো: আফজাল হোসেন নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস থেকে কৃষি প্রদর্শনীর আওতায় ২ কেজি বীজ নিয়ে ১বিঘা জমিতে সূর্যমুখী চাষ শুরু করে। কৃষক আফজাল হোসেনের কাছ খেকে সূর্যমুখী চাষ সর্ম্পকে জানতে চাইলে তিনি এই প্রতিনিধিকে জানান, আমি নন্দীগ্রাম কৃষি অফিস থেকে ১বিঘা জমির জন্য ২ কেজি প্রদর্শনী বীজ সংগ্রহ করে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী দেড় ফুট অন্তর অন্তর একটি করে বীজ বপন করি। এবং একটি সারি থেকে আরেকটি সারির দূরত্ব রাখতে হয় দেড় ফুট। নভেম্বর থেকে জানুয়ারি এর মধ্যে বীজ বপনের উপযুক্ত সময়। বীজ বপনের দিন থেকে শুরু করে ৯০থেকে ১০০ দিনের মধ্য এই বীজ সংগ্রহ করা যায়। ১বিঘা জমিতে আমার সার নিরানী সেচ ওষুধ বাবদ সর্বমোট ৬থেকে৮ হাজার টাকা খরচ হয়েছে ১বিঘা জমি থেকে ৬ থেকে ৭ মন বীজ সংগ্রহ করা যায়। আর এই বীজের বাজার মূল্য মনপ্রতি ৪ থেকে ৫ হাজার টাকা আর কিছু দিনের মধ্যেই বীজ সংগ্রহ শুরু করবো। আশা করছি এই সূর্যমুখী চাষে আমি অনেক লাভবান হব। সংশ্লিষ্ট বøকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি অফিসার শাহাদত হোসেন বলেন আমি সূর্যমুখী চাষি আফজাল ভাইয়ের জমিতে নিয়মিত পরিদর্শন করি এবং তাকে দিকনির্দেশনামুলক পরামর্শ প্রদান করে আসছি। এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, সুর্যমুখী অত্যান্ত লাভ জনক একটি ফসল পরিশ্রম ও খরচ খুবি কম আফজাল হোসেন তিনি খুব ভাল ও পরিশ্রমি একজন কৃষি উদ্যোক্তা তিনি তার ১একর জমিতে কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী তা বপন করেছে কৃষি অফিস থেকে আফজাল হোসেনকে সকল ধরনের সহযোগীতা প্রদান করা হয়েছে আর কিছু দিনের মধ্য বীজ সংগ্রহ শুরু হবে কোন প্রাকৃতিক দূর্যোগ দেখা না দিলে আশা করা যাচ্ছে তিনি অনেক লাভবান হবেন।

একাত্তরজার্নাল২৪/মামুন

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • রাঙ্গুনিয়ার ৭০০ কৃষক পেল সবজি বীজ ও অর্থ

BN