নন্দীগ্রামে নবজাতকের মরদেহ উদ্ধার

মামুন আহমেদ.(স্টাফ রিপোর্টার)

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বগুড়ার নন্দীগ্রামে সড়কের পাশে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের ঢাকুইর তিনমাথা এলাকায় জলাশয়ের পাশে পরিত্যাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।স্থানীয়রা জানায়, দুপুরে জলাশয়ের পাশে পরিত্যাক্ত অবস্থায় এক নবজাতকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। ঘটনা জানাজানি হলে ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে থানা পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নবজাতকের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জন্মের পরপরই শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

একাত্তরজার্নাল২৪/মামুন

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • রাঙ্গুনিয়ার ৭০০ কৃষক পেল সবজি বীজ ও অর্থ

BN