নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

মামুন আহমেদ,স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শফিউল আলম ছবি, মহসিন আলী, স্বপন চন্দ্র, মুকুল হোসেন, সরফুল হক উজ্জ্বল, আনন্দ কুমার, মামুনুর রশীদ, ফারুক কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শামীম শেখ, মোরশেদুল বারী, জুলফিকার আলী, কালিপদ প্রামানিক, মোখলেছুর রহমান, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রাজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ।

একাত্তরজার্নাল২৪/মামুন

 

এ ধরণের আরো কিছু খবর

BN