নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

মামুন আহমেদ,স্টাফ রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামি উপজেলার দামগাড়া গ্রামের আনিস হোসেনের ছেলে আব্দুল মান্নান ও মকবুল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে।এছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামি ভাটগ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম, শষিনগর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আবু রায়হান, নিজামত কুড়ি গ্রামের ইনছান আলীর ছেলে মুজু প্রামানিক ও তেঘরী মন্ডলপাড়ার রহিম উদ্দিন মন্ডলের ছেলে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামিদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একত্তরজার্নাল২৪/মামুন

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • রাঙ্গুনিয়ার ৭০০ কৃষক পেল সবজি বীজ ও অর্থ

BN