আরএমপির শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর রাজপাড়া থানার কাজল কুমার নন্দী

সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল ও গ্রেপ্তারসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক পেয়েছেন রাজশাহী রাজপাড়া থানার এসআই কাজল কুমার নন্দী।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও অতিরিক্ত পুলিশ কমিশনার রশিদুল হাসানের নিকট হতে আরএমপি কার্যালয়ের সভা কক্ষে ২০২৪ সালের জানুয়ারির মাসিক সভায় শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন এসআই কাজল কুমার নন্দী।

সম্মাননা স্মারক পেয়ে অনুভূতি ব্যক্ত করে কাজল কুমার নন্দী এই প্রতিবেদককে বলেন, মান্যবর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল ও গ্রেপ্তারসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত করে সম্মাননা স্মারক প্রদান করেছেন।

এ ধরণের আরো কিছু খবর

BN