Distribution of blankets and doa mahfil among helpless people on the occasion of 21st February on the instructions of Bogra District Jubo League

আজ ২১শে ফেব্রুয়ারী নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের জামালপুর গ্রামে বগুড়া জেলা যুবলীগের নির্দেশে মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া জেলা যুবলীগের নির্দেশে মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন মোঃ এনামুল হক মনির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বগুড়া জেলা যুবলীগ।

এ সময় উপস্থিত ছিলেন থালতা মাঝ গ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্রী বৌদ্ধনাথ মহন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবু নাইম তরুনও। অন্যান্য নেতৃবৃন্দের সাথে এ সময় গ্রামের মুরব্বিগন উপস্থিত ছিলেন।

Some more such news

EN