নিয়মের মধ্যেই সেবামূলক কাজ করব : নবাগত এসিল্যান্ড কুরশিয়া আক্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার যোগদান করেছে। গত রবিবার তিনি নন্দীগ্রামে যোগদান করেন। সাবেক সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বগুড়া সদরে বদলি হয়ে যান। এরপর নবাগত সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার নন্দীগ্রামে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি বগুড়া সোনাতলা উপজেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার ৩৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে চাকুরি লাভ করেন। নতুন কর্মস্থলে যোগদান করার পর সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার জানান, আমি নিয়মের মধ্যদিয়ে নন্দীগ্রাম উপজেলায় সেবামূলক কাজ করে যাবো। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

Some more such news

EN