Preparation meeting of Jubo League to make 'Attack protest meeting' successful in Nandigram

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ ও সহসভাপতি জাহাঙ্গীর আলম জিল্লুর এর ওপর ইউনিয়ন চেয়ারম্যান ও তার লেলিয়ে দেওয়া চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে আগামী মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে ত্রিমোহনী বাজারে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জানুয়ারি) দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুস সালাম, এম. আর. জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, সদস্য মোফাজ্জল বারী, বুড়ইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার মহন্ত, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ভাটরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম শুকুর, ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমন সরকার সোহাগ প্রমুখ।
সভায় আয়োজিত প্রতিবাদ সভা সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী যুবলীগের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়।

Some more such news

EN