Election meeting of Awami League was held in Burail UP election in Nandigram

Mamun Ahmed, staff reporter

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেন মন্ডলকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বুড়ইল হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামানিকের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মো. আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেন মন্ডল। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শফিউল আলম ছবি, সরফুল হক উজ্জ্বল, স্বপন চন্দ্র, আনন্দ কুমার, ফারুক কামাল, রেজাউল আশরাফ জিন্নাহ, শামীম শেখ, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, মোরশেদুল বারী, জুলফিকার আলী, মোখলেছুর রহমান, গোলাম মোস্তফা গামা, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমদ, যুগ্ম সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ। সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

AttarJournal24/Mamun

Some more such news

EN