নন্দীগ্রামে বুড়ইল ইউপিতে টিসিবির পণ্য বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।সোমবার (২৮ আগষ্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদে কার্ডধারী নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকী মূল্য এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।

টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন করেন উপজেলা পরিসংখ্যান ও ট্যাগ অফিসার মো: রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, মেসার্স নেওয়াজ ট্রের্ডাস এর ডিলারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডে ১৫৬১ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো দুই দিন ব্যাপী বিতরণ করা হবে। ৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল, ৩০ টাকা কেজির মূল্যের ৫ কেজি চাল। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।

Some more such news

EN