128 homeless families received Prime Minister's Eid gift house in Nandigram

মামুন আহমেদ'(স্টাফ রিপোর্টার)

বগুড়ার নন্দীগ্রামে ১২৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধাানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ঘর পেয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান তৃতীয় পর্যায়ের কার্যক্রম মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, উপজেলা প্রকৌশলী শাহরীদ শাহনেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

AttarJournal24/Mamun

Some more such news

EN