MP's donation of Tk 7 lakh for the development of 5 mosques in Nandigram

Mamun Ahmed. (Staff Reporter)

বগুড়ার নন্দীগ্রামে টিআর নগদ তহবিল থেকে পৌরসভা এলাকার নন্দীগ্রাম কেন্দ্রীয় কলেজ মসজিদ, ভিতর বাজার মসজিদ, উওর পাড়া জামে মসজিদ, দক্ষিণ পাড়া জামে মসজিদ ও দামগাড়া জামে মসজিদ মোট ৫টি জামে মসজিদে ৭ লাখ টাকা অনুদান দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মোশারফ হোসেন। গতকাল বুধবার বাদআছর থেকে বাদ-মাগরিব পর্যন্ত পৌর সদরের কলেজ জামে মসজিদ, পুরাতন বাজার মসজিদ, দক্ষিণপাড়া মসজিদ ও দামগাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে প্রত্যেকে কমিটির সভাপতি-সম্পাদকের হাতে ১ লাখ ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের ডিও প্রদান করেন। এছাড়া পূর্বপাড়া জামে মসজিদে ১ লাখ টাকা ডিও প্রদান করেছেন মোশারফ হোসেন এমপি। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার, লুৎফর রহমান, ফেরদৌসুর রহমান ফিল্লুর, আলাউদ্দিন সরকার, শাহ আল হেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

AttarJournal24/Mamun

Some more such news

EN