Narcotic traffic including ganja arrested in Nandigram

মামুন আহমেদ.(স্টাফ রিপোর্টার) 

বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৫ মার্চ) রাত ৯ টারদিকে থানা পুলিশ উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা গ্রামের শামছুল হকের ছেলে আব্দুর রহমান বাবলু (৫১) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রবিবার (৬ মার্চ) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ হাসান আলী এ তথ্য নিশ্চিত করেন।

AttarJournal24/Mamun

Some more such news

EN