মামুন আহমেদ(স্টাফ রিপোর্টার)
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৌর সদরে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত দোয়া ও ইফতারপূর্ব সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সরফুল হক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক ফারুক কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সিনিয়র সহ সভাপতি সামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র শাহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কালিপদ, মখলেছুর রহমান মিন্টু, মোরশেদুল বারী, নিকুঞ্জ চন্দ্র, জুলফিকার আলী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহফুজা চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইদ রায়হান মানিক, শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রাজ, ছাত্রলীগের সহ সভাপতি আল নোমান নাদিম, সাধারণ সম্পাদক শুভ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিবসহ উপজেলা, ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
AttarJournal24/Mamun