জানুয়ারির মধ্যেই আসছে করোনা’র সাড়ে ১৬ কোটি ডোজ টিকা
1 Min Read
গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন ‘করোনাভাইরাস প্রতিরোধে আরও সাড়ে ১৬ কোটি ডোজ টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সেপ্টেম্বর থেকে আগামী জানুয়ারির মধ্যে বাংলাদেশে চলে আসবে ।
তিনি বলেন, আমাদের ৩ কোটি ৮৩ লাখ রেজিস্ট্রেশন হয়ে গেছে। টিকার প্রথম ডোজ দিয়েছে ১ কোটি ৮৬ লাখ মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছে ৮২ লাখ মানুষ। এছাড়া ১ কোটি ২২ লাখ টিকা হাতে আছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের তুলনায় কোভিড পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সংক্রমণের হার ১১ শতাংশে নেমে এসেছে যেটা কিছুদিন আগেও ৩২ শতাংশ পর্যন্ত ছিল। আপনারা জানেন শিল্পকারখানাসহ অনেক কিছু খুলে দেওয়া হয়েছে। তবে, ভালো খবর এটাই সংক্রমণের হার কমে যাচ্ছে। হাসপাতালে প্রায় ৭৫ শতাংশ বেড এখন খালি আছে। সুতরাং রোগীর সংখ্যা অনেক কমে গেছে। মৃত্যুর হারও কমেছে। আমাদের স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজ করতে হবে। খুলে দেওয়ার অর্থ এই নয় যে আমরা স্বাস্থ্যবিধি না মেনেই ঘুরে বেড়াবো। এ রকম যদি হয় তাহলে আবার করোনা বাড়ার সম্ভাবনা আছে যেভাবে গতবার বেড়েছিল।
তিনি আরো বলেন, করোনা এখনো চলে যায়নি, তাই সবারই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা উচিত।
The base needs to be perfect for perfect makeup. Foundation is used to remove dark spots, acne scars, etc. on the skin. Many people who are brand new to makeup don't know…
অনেকেই ঘুম থেকে উঠে চোখে-মুখে পানির ঝাপটা দেন। কাজের ফাঁকে ঘুম পেলে কিংবা ঘুম ঘুম ভাব হলেও অনেকে এমনটা করেন। কিন্তু চোখে জোরে জোরে পানির ঝাপটা দেওয়া কি আদৌ স্বাস্থ্যকর?
...
জেনজি অর্থাৎ জেনারেশন জেডের তরুণ-তরুণীদের অন্যতম পছন্দের পানীয় কফি। তার আগের জেনারেশনের ব্যক্তিদের মধ্যেও কিন্তু কফি পানের প্রবণতা কম ছিল না। তবে এখনকার ছেলে মেয়েরা কোনো উপলক্ষ্...