দাগযুক্ত বা ক্ষয়ে যাওয়া বিবর্ণ পুরোনো ছবিগুলো সংরক্ষণ করা দীর্ঘদিন ধরে সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ কাজ ছিল। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে এবার সেই ঝামেলা অনেকটাই কমে এসেছে। গুগল সম্প্রতি তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর ছবি সংস্কার প্রযুক্তি ‘ন্যানো বানানা প্রো’ উন্মুক্ত করেছে, যা ব্যবহার করলে নষ্ট হয়ে যাওয়া ছবিকেও প্রায় আসল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
ন্যানো বানানা প্রো মূলত উন্নত ডিফিউশন অ্যালগরিদম ও ডিপ রিকনস্ট্রাকশন প্রযুক্তির সমন্বয়ে তৈরি। এটি প্রতিটি পিক্সেল আলাদাভাবে বিশ্লেষণ করে অনুপস্থিত বা ক্ষতিগ্রস্ত অংশগুলো স্বাভাবিকভাবে অনুমান করে পূরণ করতে সক্ষম।
