ফয়সালের সঙ্গে ফেসবুকে পরিচয়, আর্থিক সমস্যায় টাকা দেবে জানিয়েছিল : আদালতকে বান্ধবী

ফয়সাল করিম মাসুদের বান্ধুবী মারিয়া আক্তার আদালতকে বলেছেন, ‘সে (ফয়সাল) আমার বন্ধু। তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। আর্থিক সমস্যার কারণে কিছু টাকা দেবে বলে জানিয়েছিল। এসব (হাদিকে গুলি) বিষয়ে কোনো কথা হয়নি।’

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন মারিয়া।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ কথা বলেন মারিয়া।

 

শুনানি শেষে আদালত মারিয়াসহ তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন হলেন ফয়সালের স্ত্রী সালেহা পারভীন সামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু।

Some more such news

EN