টাইগারদের ওয়ানডেতে ভালো না করার কারণ

ওয়ানডেতে একসময় বাংলাদেশের ধারাবাহিকতার প্রশংসা হতো। বরং টি-টোয়েন্টি ও টেস্টে মাঠে নামলেই বাজে পারফরমেন্সের কারণে সমালোচনার মুখে পড়ত টাইগাররা। কিন্তু সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ধারাবাহিক হলেও ওয়ানডেতে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। কেন ওয়ানডেতে ভালো করছে না বাংলাদেশ তার পেছনে কম ম্যাচ খেলাসহ অনেক কারণ দেখছেন ক্রিকেটপ্রেমী ও বোদ্ধারা।
সাম্প্রতিক সময়ে (২০২৫) বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে পারফরমেন্স খুবই খারাপ যাচ্ছে। বিশেষ করে শেষ কয়েকটি ওয়ানডে সিরিজে তারা ভালো করতে পারেনি, একাধিক ম্যাচে শত রানের নিচে অলআউট হওয়া এবং জয় পেতে ব্যর্থ হওয়া তাদের খারাপ ফর্মের প্রমাণ; ব্যাটারদের ব্যর্থতা, বিশেষ করে টপঅর্ডারের ধারাবাহিকতার অভাব এবং মানসিক চাপ সামলাতে না পারার কারণে এমনটি হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ব্যাটিং ব্যর্থতা : বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব এবং বড় পার্টনারশিপ গড়তে না পারা প্রধান সমস্যা, যা দলের স্কোরকে প্রভাবিত করছে।
মানসিক চাপ : গুরুত্বপূর্ণ মুহূর্তে দল চাপ সামলাতে পারছে না, যা তাদের খেলায় প্রতিফলিত হচ্ছে।
সাম্প্রতিক ফলাফল : শেষ সাত-আটটি ওয়ানডেতে জয় না পাওয়া এবং ৯৮ রানে অলআউট হওয়ার মতো ঘটনাও ঘটেছে, যা দলের খারাপ ফর্ম নির্দেশ করে

Some more such news

EN