বর্তমানে কর্মসংস্থানের অভাবে বহু মানুষ বেকার হয়ে পড়েছে। এই বেকারত্ব দুর করতে বিএনপি চ্যালেঞ্জ নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের বিনিয়োগ করে বেকারত্ব দুর করা হবে। রাজাপুর ওয়ার্ডে উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ টার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন এর ৬ নং রাজাপুর ওয়ার্ডে উঠান বৈঠক ও লিফলেট বিতারন অনুষ্ঠানে সাবেক মেম্বার আব্দুস সামাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি মফিকুল তৃপ্তি বলেন, “দীর্ঘ ১৫ টি বছর আওয়ামী শ্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। আর নিরীহ বিএনপি নেতা কর্মীদের নামে মামলা হামলা ও নির্যাতন চালিয়েছে। আজ তারা লুটপাট করে পালিয়ে ও আবার ষড়যন্ত্র করছে। আপনারা মনে রাখবেন স্বাধীনতা বিরোধী শক্তি ওই জামাত ইসলাম চক্রটি আবারও মাথা চড়া দিয়ে উঠছে। এরা এদেশে পাকিস্থানীদের সাথে মিলিত হয়ে আমাদের মা বোনদের সাথে ব্যাভীচার করেছে। তাই এদের বর্জন করতে হবে।”
