বাংলাদেশ ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশন’র নন্দীগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

রাজু আহমেদ নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশনের বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ই আগষ্ট) বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং স্বাক্ষরিত এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে শ্রী মদন চন্দ্র বর্মন কে আহ্বায়ক, শ্রী রঞ্জন কুমার বর্মন কে যুগ্ম-আহ্বায়ক, সুজন চন্দ্র বর্মন কে যুগ্ম-আহ্বায়ক, সুমন কুমার নিতাই রবিদাস কে সদস্য সচিব, আপাল চন্দ্র বর্মন কে সদস্য, শংকর মহন্ত রাই কে সদস্য, শ্রী অষ্ট গোপাল বানাই কে সদস্য, নাদুরাম মালো কে সদস্য, শান্তি রানী রাই কে সদস্য করে মোট ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের নন্দীগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আগামী ৯০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

Some more such news

EN