Mamun Ahmed, staff reporter
বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ দফায় দফায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, শফিউল আলম ছবি, সরফুল হক উজ্জ্বল, মুকুল হোসেন মুকুল, স্বপন চন্দ্র, আনন্দ কুমার, মামুনুর রশীদ, ফারুক কামাল, রেজাউল আশরাফ জিন্নাহ, শামীম শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, মোফাজ্জল হোসেন মন্ডল, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমূখ। এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদের নেতৃত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীবের নেতৃত্বে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়।
AttarJournal24/Mamun