Awami League chairman candidate submits nomination papers in Nandigram polling in Buril UP on June 15

Mamun Ahmed, staff reporter

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সালামের নিকট আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেন মন্ডল মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল, সহ সভাপতি সরফুল হক উজ্জল, দপ্তর সম্পাদক ফারুক কামাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, আওয়ামী লীগ নেতা মহসিন আলী, মখলেছুর রহমান মিন্টু, কালিপদ প্রামানিক, গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বুড়ইল ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে গত ২৬ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আজ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে। বুড়ইল ইউনিয়নের ১৬টি কেন্দ্রে ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার ৩০ হাজার ৩২৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫৬জন ও নারী ভোটার ১৫ হাজার ২৭০জন। উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে চতুর্থ ধাপে ৪টি ইউনিয়নে গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

AttarJournal24/Mamun

Some more such news

EN