In Nandigram, miscreants ruined the dreams of a youth worth lakhs of rupees

মামুন আহমেদ,( স্টাফ রিপোর্টার)

নন্দীগ্রামে যুবকের লক্ষ টাকার স্বপ্নভঙ্গ করে দিলেন দূর্বৃত্তরা। প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের মুরাদপুর দক্ষিন পাড়ার সুমন চন্দ্র’র ছেলে রতন চন্দ্র তিনি তার ১২ শতক জমিতে ৬ মাস আগে ২৫০ টি পোটল গাছের চারা রোপন করেছিলেন এপ্রর্যন্ত তিনি তার ১২ শতক জমিতে ২৫ হাজার টাকা খরচ করেন, গাছে ফল ধরতে শুরু করেছিল ইতিমধ্যই তিনি প্রথম ও দ্বিতীয় চালানে ৩ থেকে ৪ হাজার টাকার পোটল বিক্রি করেছেন , গত শুক্রবার তিনি পোটল তোলার জন্য জমিতে গিয়ে দেখে কে-বা কাহারা রাতের আধারে তার সমস্ত পোটল গাছ কেটে ফেলেছে।

গাছ গুলো দেখে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক রতন চন্দ্র। কৃষক রতন চন্দ্র অশ্রæঝড়া চোখে কেঁদে কেঁদে বলেন, আমি পোটল তুলে বাজারে বিক্রি করার জন্য সকালে বাড়ি থেকে বেড় হয়ে পোটল ক্ষেতে গিয়ে দেখি কে-বা কাহারা আামার সমস্ত পোটল গাছ কেটে ফেলেছে। আমার সাথে কারো কোন শত্রæতা নেই আমি কারোর কোনদিন ক্ষতি করি নাই তাহলে আমার পোটল গাছ গুলো কে এমন করে কাটলো। তিনি আরো বলেন, আমি দুই চালানে ৪ হাজার টাকার পোটল বিক্রি করেছি ১ সপ্তাহ পর থেকে দেড় থেকে ২ মন করে পোটল উঠতো এখন প্রতিমন পোটল ২৩ থেকে ২৪শ টাকা করে বিক্রি হচ্ছে। গাছ মড়া প্রর্যন্ত কমপক্ষে ১লক্ষ টাকার পোটল তুলে বাজারে বিক্রি করতে পারতাম তা আর হলনা স্বপ্ন স্বপ্নই থেকে গেল

 AttarJournal24/Mamun

Some more such news

EN