Condemnation of the attack on the President of Thalta Majhgram Union Jubo League in Nandigram
< 1 Min Read
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্তের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুস সালাম, এম আর জামান রাসেল, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল ও সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্ত বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করলে থানার ভারপ্রাপ্ত কর্মকতা জনাব আবুল কালাম আজাদ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
Nandigram (Bogra) Representative: In Nandigram, Bogra, after complaining to the administration to stop collection of tolls and tolls outside the specified limits, the tolls and tolls collection has failed and the market...
Suman Kumar Nitai, Personal Correspondent: A discussion meeting was held in Nandigram on the occasion of Genocide Day on March 25. Upazila Executive Office at Upazila Parishad Hallroom on Monday 25th March at 10 am...