Women's rally in Nandigram to give the government's development message

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে বগুড়ার নন্দীগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া আশ্রয়ণ প্রকল্পে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই, তাই আগামীতেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সেই সঙ্গে তিনি বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অর্জন সবার কাছে তুলে ধরেন। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জোবায়েদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরফুল হক, শেখ শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, আ’লীগ নেতা সুজন প্রামানিক, শাহিরুল ইসলাম, কালিপদ রায়, মোজাম্মেল হক , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান, যুবলীগ নেতা জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম প্রমূখ।

Some more such news

EN