মৌলভীবাজার হাদি, হাদি স্লোগানে উত্তাল, সড়ক অবরোধ করে বিক্ষোভ-প্রতিবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার পর শহরের চৌমূহনা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল করে মৌলভীবাজারের ছাত্র-জনতা।
এর আগে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে শহরের চৌমূহনা চত্বরে জড়ো হতে থাকেন এবং ভারত ও আওযামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এসময় আন্দোলনকারীরা তুমি কে আমি কে, হাদি, হাদি। আমরা সবাই হাদি হবো,  যুগে যুগে লড়ে যাবো। গোলামি না, আজাদী, আজাদী, আজাদী। দিল্লি না, ঢাকা, ঢাকা, ঢাকা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। হাদি ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে। জাহাঙ্গীর জবাব দে, স্লোগান দিতে থাকেন।
মিছিলের একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সড়কের চার দিক বন্ধ করে আগুন জ্বালিয়ে সেখানে সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচী পালন করেন। স্লোগানের ফাঁকে-ফাঁকে তাঁরা বলেন, শরীফ ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা, তার মৃত্যুর ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তাঁরা।
দীর্ঘক্ষন এই অবরোধের কারণে শহরের ব্যস্ততম সড়কে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এসে দোষীদের গ্রেপ্তার ও আন্দোলনকারী ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা, এতে স্বাভাবিক হয় যানচলাচল ।

Some more such news

EN