ফোনে ভূমিকম্পের অ্যালার্ট চালু করবেন যেভাবে

আগেভাগে জানান দিয়ে ভূমিকম্প বোঝার আসলে উপায় নেই তেমন। তাই সর্বদা সতর্ক থাকুন। প্রস্তুতি নিয়ে রাখুন। আপনার অ্যান্ড্রয়েড ফোনেই ভূমিকম্পের নোটিফিকেশন পেতে পারেন। এমনই এক প্রযুক্তির উদ্ভাবন করেছেন কিছু গবেষক, যেখানে প্রাণ বাঁচাতে ভূমিকম্পের আগেই আপনার মোবাইলে চলে আসবে সতর্কবার্তা।
২০২০ সালে গুগল অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা (GBG) নামে একটি বিশেষ প্রযুক্তি চালু করেছিল, যা ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারী স্মার্টফোন ব্যবহারকারীদের আগে থেকে সতর্ক করার জন্য তৈরি করা হয়েছিল। সায়েন্স জার্নালে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা অনুসারে, এই অ্যান্ড্রয়েডভিত্তিক সিস্টেমটি ঐতিহ্যবাহী জাতীয় ভূমিকম্প নেটওয়ার্কের মতোই কার্যকর।
গবেষকরা বলছেন, মোবাইল ফোনে স্থাপিত অ্যাক্সিলোমিটারগুলো (যা কম্পন পরিমাপ করে) খুব বেশি সংবেদনশীল না হলেও তাদের সংখ্যা এত বেশি যে তারা ক্ষুদ্রতম কম্পনও ধরতে পারে।
আপনার ফোনে যেভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন
প্রথমে আপনার ফোনের সেটিংসে যান>> সেখান থেকে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশনে ক্লিক করুন। সেফটি অ্যান্ড ইমার্জেন্সি না থাকলে লোকেশন অপশনে যান>> এবার এখান থেকে আর্থকোয়াক অপশন বেছে নিন>> এই অপশনটি অন করে দিন>> ফোনের ডাটা বা ওয়াই-ফাই অন রাখলে এই নোটিফিকেশন পাবেন।

Some more such news

  • এআই দিয়ে যেভাবে দাগযুক্ত ছবি নতুনের মতো করবেন

  • ১৬ ডিসেম্বর চালু হচ্ছে না এনইআইআর, বাড়ল সময়

  • ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর

EN