প্লট দুর্নীতির মামলায় কার কী সাজা?

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির তিন মামলায় দোষী সাব্যস্ত করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনা – সাবেক প্রধানমন্ত্রী – তিন মামলায় ৭ বছর করে – ২১ বছরের কারাদণ্ড

সজীব ওয়াজেদ জয় – শেখ হাসিনার ছেলে – এক মামলায় ৫ বছরের কারাদণ্ড

সায়মা ওয়াজেদ পুতুল – শেখ হাসিনার মেয়ে – এক মামলায় ৫ বছরের কারাদণ্ড

শরীফ আহমেদ – সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী – তিন মামলায় ৬ বছর করে – ১৮ বছরের কারাদণ্ড

মো. শহীদ উল্লা খন্দকার – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব – তিন মামলায় ৬ বছর করে – ১৮ বছরের কারাদণ্ড

কাজী ওয়াছি উদ্দিন – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব – তিন মামলায় ৬ বছর করে – ১৮ বছরের কারাদণ্ড

পূরবী গোলদার – গৃহায়ন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব – তিন মামলায় ৬ বছর করে – ১৮ বছরের কারাদণ্ড

মোহাম্মদ সালাহ উদ্দিন – সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব – দুই মামলায় ৬ বছর করে – ১২ বছরের কারাদণ্ড

মোহাম্মদ খুরশীদ আলম – রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) – তিন মামলায় ১ বছর করে – ৩ বছরের কারাদণ্ড

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও ‘সেই তথ্য গোপন করে তারা আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে’ পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা আকারের তিনটি প্লট বরাদ্দ নিয়েছেন।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার ওই তিন মামলার রায় ঘোষণা করেন।

Some more such news

EN