পরীমণি’র আজ জামিন আবেদন শুনানি

বনানী থানার দায়ের করা মাদক মামলায় কারাগারে আটক দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণির জামিন শুনানি তারিখ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার ৩১ আগস্ট ধার্য করেছেন। মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২২ আগস্ট একই আদালতে পরীমণির পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মজিবুর রহমান। আদালত আগামী ১৩ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছিলেন। এরপর পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিন শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। ২১ দিন পর ২৬ আগস্ট জামিন শুনানির দিন নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ।

রুলে আদালত আরও জানতে চেয়েছেন, জামিন আবেদনের শুনানি এগিয়ে দুই দিনের মধ্যে করতে কেন নির্দেশ দেওয়া হবে না, বিবাদীদের আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যেই আদালত জামিন শুনানির দিন ধার্য করলেন।

Seventy one journal desk

Some more such news

EN