নির্বাচনি মাঠে নামতেই শাস্তি পেলেন বিএনপির প্রার্থী

চট্টগ্রাম জেলায় বিএনপি মনোনীত এক প্রার্থী বিশাল গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায় পৌঁছার পর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তফসিল ঘোষণার পর চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্তে প্রথম কোন ব্যবস্থা নেওয়া হল।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে জেলার লোহাগাড়া উপজেলায় বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে জরিমানা করা হয়েছে।
উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এ আদেশ দেন।
গেল ৪ ডিসেম্বর বিএনপি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নাজমুল মোস্তফা আমিনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। নবাগত প্রার্থী হিসেবে তিনি প্রথমবারের মতো নির্বাচনের মাঠে এসেছেন।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম থেকে সাতকানিয়া উপজেলা হয়ে লোহাগাড়ায় বটতলী স্টেশন এলাকায় আমাদের উপজেলার সীমানায় পৌঁছার পর আমরা গাড়িবহরের গতিরোধ করি। উনি নিজে একটি জিপে দাঁড়ানো অবস্থায় ছিলেন। শখানেক মোটর সাইকেল, জিপ, প্রাইভেট কারসহ আরও গাড়ি সামনে-পেছনে ছিল। তফসিল ঘোষণার পর এ ধরনের মোটর শোভাযাত্রা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’
‘জরিমানার পাশাপাশি উনাকে আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে।’

Some more such news

EN