নন্দীগ্রামে হাইওয়ে পুলিশের উদ্যাগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। রবিবার ২২শে অক্টোবর সকাল ১০:৩০ একটি র্যালী কুন্দারহাট হাইওয়ে থানার চত্ত্বর থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী, কুন্দারহাট মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মুক্তার হোসেন, আ’লীগ নেতা নজিবুল্লাহ মজনু, আ’লীগ নেতা আনিছুর রহমান, সার্জেন্ট শাহ আলমসহ বিভিন্ন পরিবহনের চালক-সহকারী এবং গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে উপস্থিত সকলেই নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে একটি সংগঠন।

Some more such news

EN