নন্দীগ্রামে রোপনকৃত ধানের জমি জোরপূর্বক দখলের চেষ্টা

মামুন আহমেদ,(স্টাফ রিপোর্টার)

নন্দীগ্রামে রোপনকৃত ধানের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম পৌর শহরের ঢাকুইর গ্রামের মৃত হায়তুল্লাহ প্রাঃ এর ছেলে তাইজুল ইসলামের ঢাকুইর মৌজার ১৫শতাংশ জমি যাহার হাল দাগ নং ১হাজার ৮১ খতিয়ান নং ৫৫৮ এম আর আর নং ৭৩ দীর্ঘদিন হলে সে ভোগ দখল করে আসছে। বর্তমানে বোরো মৌসুমে ধান রোপন করেছে। হঠাৎ করেই একই গ্রামের মকবুল হোসেনের পুত্র সাকিব, সালাউদ্দিন, শাহিন ও ছামাদের পুত্র ছাদ্দাম, মফিজ উদ্দিনের পুত্র নুরু সহ ৮-১০ জন লাঠি-সোটা নিয়ে গত ১০ই মার্চ সকাল ১০ টায় জোর পূর্বক জমি দখল করার চেষ্টা করে । এসময় তাইজুল বাধা দিতে গেলে তারা তাইজুলকে মারপিট সহ নানা ধরনের হুমকি ধামকি এমনকি তারা জিবন নাশ করিতে পারে বলে হুমকি দিচ্ছে বলে তাইজুল ইসলাম এই প্রতিনিধিকে জানিয়েছে। অত্র গ্রামের আলতাব হোসেন, আমজাদ, আহাদ, লতিফ, নজরুল বলেন, তাইজুল জমি রোপন করেছে এবং সে দীর্ঘদিন হলে এই জমি ভোগদখল করে আসছে। এবিষয়ে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

AttarJournal24/Mamun

Some more such news

EN