Bangabandhu Cricket Tournament held at Nandigram

Mamun Ahmed, staff reporter

বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর সদরের মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক ও বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। গত বৃহস্পতিবার নন্দীগ্রাম কলেজপাড়া যুব সমাজের উদ্যোগে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন পৌরসভার ৮ নং ওয়ার্ড বনাম ৯ নং ওয়ার্ড। ৬ উইকেটে ৯ নং ওয়ার্ড জয়লাভ করে।

AttarJournal24/Mamun

Some more such news

  • Shafiul Alam Pradhan's anti-hegemonic movement has been successful

  • বার্সার লা লিগা জয়ের পর ইনস্টাগ্রামে যা বললেন মেসি

  • জিরো জিরো সেভেন, যেখানে এমনই ব্যর্থ ম্যানসিটির হালান্ড

EN