Foundation laying of Dakni Kalimata temple construction work at Nandigram

মামুন আহমেদ, (স্টাফ রিপোর্টার)
বগুড়ার নন্দীগ্রামে ডাকনী কালীমাতা মন্দির নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রæয়ারি) বেলা ২ টায় নন্দীগ্রাম ডাকনীতলায় এ ভিত্তিস্থাপন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনিছুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, যুবলীগ নেতা আকতার হোসেন, আসকান আলী, সাকিব হোসেন, নন্দীগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মিলন, শ্রীশ্রী ডাকনী কালীমাতা মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মহন্ত প্রমুখ।

AttarJournal24/Mamun

Some more such news

EN