Mahidul Islam Babu has been elected to the post of member in Nandigram UP election

 

মামুন আহমেদ,স্টাফ রিপোর্টার,

বগুড়ার নন্দীগ্রামে ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে মহিদুল ইসলাম বাবু নির্বাচিত হয়েছেন। গত ১৫ জুন বগুড়ার নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। উক্ত ভোটে ৫ নং ওয়ার্ডে আব্দুল কাদের তালা চাবি মার্কা ৮২৫, মহিদুল ইসলাম বাবু মোরগ মার্কা ৮২৫, ভোট পেয়ে সমান সমান হয়। সরকারি বিধি মোতাবেক ২৯ দিনের মধ্য ভোট হওয়ার কথা। সেই মোতাবেক গত ২৯ জুন বুধবার পুনরায় দুইজন প্রার্থীর মধ্য সকাল থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় এতে আব্দুল কাদের তালামার্কা ১হাজার ৪৩৬ ভোট পান ও মহিদুল ইসলাম বাবু ১হাজার ৪৬৪ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হন। ৫ নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হওয়ায় এলাকাবসী তাকে অভিন্দন জানিয়েছে।

AttarJournal24/Mamun

Some more such news

EN