Arif from Bogra wins iPhone in 'Bangladesh in Your Eyes' photography competition

সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: ‘তোমার চোখে বাংলাদেশ’ জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় বগুড়া জেলা চ্যাম্পিয়ন হয়ে আইফোন জিতেছেন বগুড়ার আরিফ শেখ। তিনি দীর্ঘদিন যাবত বগুড়া জেলাসহ বাংলাদেশের গ্রামীণ কালচার, ইতিহাস ও জীবন বৈচিত্র্য নিয়ে ফটোগ্রাফির ও ভিডিও গ্রাফি নিয়ে কাজ করছেন।

আইফোন বিজয়ী আরিফ শেখ ১৯৮৮ সালে ১০ই জানুয়ারি বগুড়া জেলার সদর উপজেলার ১৯নং ওয়ার্ডের শাখারিয়ায় নামাবালা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্ৰহন করেন।

ইতিপূর্বেও বিভিন্ন ফটোগ্ৰাফি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।
আরিফ শেখ জানিয়েছেন, বগুড়ার উন্নয়ন তথা সৌন্দর্যের চিত্র সকলের সামনে নতুন করে তুলে ধরতে পেরে গর্বিত তিনি। ভবিষ্যতেও তিনি নিজ জন্মভূমি ও বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য নিরলসভাবে কাজ করে যাবেন।

সেইসাথে আরিফ শেখ একজন কন্টেন্ট ক্রিয়েটর (Arif S Vlogs) ফেসবুক পেইজে তার তৈরি সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাওয়া যায়।

আগামী ২৮ তারিখ বিভাগীয় পর্যায়ে কুর্মিটোলা গল্‌ফ ক্লাবে গ্র্যান্ড ফাইনাল অনুষ্টান। গ্র্যান্ড ফাইনালে রাজশাহীর হয়ে বগুড়া থেকে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। গ্রান্ড ফাইনালের চ্যাম্পিয়ন পুরস্কার রয়েছে মোটরসাইকেল।

গ্রান্ড ফাইনালে অংশগ্রহণ করে যেন চ্যাম্পিয়ন হতে পারেন এজন্য বগুড়াবাসীর নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন আরিফ শেখ ।

Some more such news

  • Forced extortion of taxes outside the borders, human shackles after failing to charge

  • Discussion meeting in Nandigram on the occasion of 25th March Genocide Day

  • 4 injured in a family in an attack by opponents in Bogra, case filed in police station

EN