Shubodanga Union Parishad boat candidate Abdul Hakim submitted nomination papers
1 Min Read
সোহেল রানা, রাজশাহী (বাগমারা): রাজশাহী বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হাকিম প্রামানিক মনোনয়নপত্র দাখিল করেছেন।
৮ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টার সময় উপজেলা শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর থেকে দলীয় নেতা কর্মী নিয়ে ৩০০টি মোটরসাইকেল বহর নিয়ে বাগমারা উপজেলার নির্বাচন অফিসে মনোয়নপত্র দাখিল করেছেন। বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাকিম প্রামানিক বলেন, আমি আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। এতদিন এই ইউনিয়নে বিভিন্ন উন্নয়নসহ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করেছি। আগামীতেও ৯নং শুভডাঙ্গা ইউনিয়নকে বিশ্বের দরবারে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। বাল্যবিবাহ, মাদক দ্রব্যসহ রাষ্ট্র বিরোধী সকল কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। এছাড়াও গরিব-দুঃখীর ও অসহায় মানুষে সেবা করে যাব সব সময় ইনশাআল্লাহ। শুভডাঙ্গা ইউনিয়নবাসীও আঃ হাকিম প্রামানিককে দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দিত। তারা বলেন, অনেক গরিব মানুষদের কে সাহায্য করেছেন রাস্তাঘাট স্কুল-কলেজ সব কিছু উন্নয়ন করেছেন। আমরা জানতে পেরেছি জনগণের মুখে একধাপ এগিয়ে আছেন মোঃ আঃ হাকিম প্রামানিক । যেদিন থেকে তাফসীল ঘোষণা করা হয়েছে সে দিন থেকে প্রতিনিয়ত শুভডাঙ্গা ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে তিনি আলোচনা এবং সমাবেশ বৈঠক করছেন। উল্লেখ্য পঞ্চম ধাপের নির্বাচনে বাগমারা উপজেলার নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
Nandigram (Bogra) Representative: In Nandigram, Bogra, after complaining to the administration to stop collection of tolls and tolls outside the specified limits, the tolls and tolls collection has failed and the market...
Suman Kumar Nitai, Personal Correspondent: A discussion meeting was held in Nandigram on the occasion of Genocide Day on March 25. Upazila Executive Office at Upazila Parishad Hallroom on Monday 25th March at 10 am...