Jubo League leader killed by truck in Nandigram, Bogra

নিজস্ব প্রতিবেদকঃ  বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় যুবলীগ নেতা আব্দুল মজিদ (২৮) নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) দুপুরে বগুড়া- নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি নন্দীগ্রাম সদর ইউনিয়নের কৈগাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও নন্দীগ্রাম সদর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ।

নন্দীগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু বলেন, দুপুরের দিকে আব্দুল মজিদ বাড়ি থেকে মটরসাইকেল যোগে রণবাঘা বাজারে যাচ্ছিলেন। এসময় বাজার এলাকায় মহাসড়কে উঠলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা যায়নি।

এম আর জামান/একাত্তরজার্নাল২৪ ডেস্ক

Some more such news

EN