Discussion meeting of Nandigram Upazila Online Press Club was held

 

মামুন আহমেদ,(স্টাফ রিপোর্টার) 

বগুড়ার ‘নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাব’র মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ই এপ্রিল বিকাল ৫ টায় প্রার্থিব প্রাঙ্গনে ২য় তলায় নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম, আর জামান রাসেল, সহ-সভাপতি সুমন কুমার নিতাই, সাধারন সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শংকর মহন্ত, দপ্তর সম্পাদক মামুন আহমেদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য এনামুল হক আপেল, আল আমিন হোসেন, হাসান আলী, নাজিম হোসেন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, উপজেলা অনলাইন প্রেসক্লাবের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিভিন্ন জায়গায় উপজেলা অনলাইন প্রেসক্লাবের পরিচয় দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিহত করতে সকলকে আহব্বান জানান বক্তারা।

একাত্তরবার্তা২৪/মামুন

Some more such news

EN