2 killed in truck-autorickshaw collision in Nandigram

মামুন আহমেদ,স্টাফ রিপোর্টার)

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংর্ঘষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের মৃত জচি প্রামানিকের ছেলে রনবাঘা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল খালেক (৫৫) ও নাটোর জেলার সিংড়া উপজেলার কাসটে গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৫০)। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হতাহতরা সকলেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।স্থানীয়রা জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে রনবাঘা থেকে নন্দীগ্রাম আসার পথে ওমরপুর বাজারের কাছে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হন। দুর্ঘটনার পর পরই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

AttarJournal24/Mamun

Some more such news

  • A discussion meeting on law and order was held in Nandigram

  • Tariq Rahman's wife's birthday: Two disabled people got wheel chairs in Nandigram

  • Construction of building in Nandigram in violation of court order

EN