Distribution of food items among the poor under the initiative of IDP in Nandigram

মামুন আহমেদ,(স্টাফ রিপোর্টার)

পুল্টি ফ্যামিলি চেরিটেবল ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পি.ই.পি) এর প্রকল্প নন্দীগ্রাম বেলঘড়িয়া অফিসের অর্থায়নে গত বুধবার ১৯টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১কেজি তেল, ১কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ৫কেজি আলু, ও ২০ কেজি করে চাল দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড কমিশনার জুলফিকার রহমান (জুলু) বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম, জেলা মাঠ সমন্বয়কারী সুলতান মাহমুদ, ইউনিয়ন সমন্বয়কারী আল মাহমুদ ও শাফলা আক্তার প্রমুখ।নন্দীগ্রাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র মানুষদের বাছায় করে গত করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উপকরণ খাদ্য সহায়তা এবং গরু ছাগল হতে কামর চোপর সহ গরিব মানুষদের নানা ধরনের সহায়তা করে আসছে। এতে নন্দীগ্রামের হতদরিদ্র মানুষগুলো সহায়তা পেয়ে ব্যাপক উপকৃত হচ্ছে। অতিথি বৃন্দগন সংস্থাটির জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক ও সুলতান মাহমুদকে সহায়তা পরিমান বারানোর জন্য সংস্থাটির পরিচালক ব্রাদার উইলিয়ামের নিকট কথাগুলো পৌছে দিবার জন্য অনুরোধ জানান।

 

AttarJournal24/Mamun

Some more such news

EN