হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন মাসুদের সহযোগী কবির আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, “এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।”

এই নিয়ে শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

এ ধরণের আরো কিছু খবর

  • প্লট দুর্নীতির মামলায় কার কী সাজা?

  • আদালত অবমাননা: বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

  • ৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার দায়ে নিশি খাতুন গ্রেপ্তার

BN