চট্টগ্রামে আগুন পুড়ছে ঝুটের গুদাম, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর গণমাধ্যমকে বলেন, একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কেকে/ এমএস

এ ধরণের আরো কিছু খবর

  • বুড়িচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে আটকে গেল ট্রাক

  • বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

  • রাজশাহীতে অবৈধ অস্ত্র ব্যবহার করে পাখি শিকারের অভিযোগ

BN