রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থ বছরের পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ ও অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার।
এদিন একজন কৃষক বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য আট ধরণের ২০ প্যাকেট সবজি বীজ দেয়া হয় এবং নগদ অর্থ সহায়তা বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০০ টাকা করে দেয়া হয়। এভাবে উপজেলার মোট ৭০০ জন কৃষককে সহায়তা দেয়া হয়েছে।