ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে রিমা আক্তার (২০) নামে এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন ডিটেকটিভ ব্রাঞ্চ-ডিবি।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে মধ্য আউচপাড়া কলেজ রোড কাঁচাবাজার এলাকার মোরশেদুর রহমান মিলনের ১০তলা বাড়ির ৮ম তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতার রিমা আক্তার কক্সবাজার জেলার টেকনাফ থানার রোহিঙ্গা লেদা ক্যাম্পের জহির আহমেদের মেয়ে। তিনি কলেজ রোডের ওই বাসায় ভাড়ায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে ওই বহুতল ভবনে অভিযান চালিয়ে ৮ম তলার ওই নারী মাদক কারবারির ভাড়া বাসা থেকে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর মেট্রোপলিটন ডিবি (দক্ষিণ) পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের শেষে গ্রেফতার নারীকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • রাঙ্গুনিয়ার ৭০০ কৃষক পেল সবজি বীজ ও অর্থ

BN