করোনাভাইরাসের মধ্যে আন্তর্জাতিক সিরিজ। প্রায় ১৭ দিনের সফরে বাংলাদেশের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। জৈব সুরক্ষা বলয়ের কারণে যেখানে বিদেশ সফরে দলগুলো বাড়তি খেলোয়াড় নিশ্চিত করে স্কোয়াড ঘোষণার পথে হাঁটছে, সেখানে বাংলাদেশ সফরে মাত্র ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছিল ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেড)।
বাংলাদেশে এসে করোনাভাইরাস ধরা পড়ে দলটির ক্রিকেটার ফিন অ্যালনের শরীরে। এজন্য তড়িঘড়ি করে ম্যাট হ্যানরিকে দলে নিয়েছে তারা। হ্যানরিকে দলে নেয়ার বিষয়টি শুক্রবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে এনজেড।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-5450504941871955&output=html&h=280&adk=745797130&adf=2991542305&pi=t.aa~a.1029901795~i.2~rp.4&w=731&fwrn=4&fwrnh=100&lmt=1630149613&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5251334678&psa=1&ad_type=text_image&format=731×280&url=http%3A%2F%2Fwww.bbarta24.net%2Fsports%2F155857&flash=0&fwr=0&pra=3&rh=183&rw=730&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&dt=1630149613303&bpp=7&bdt=1149&idt=-M&shv=r20210824&mjsv=m202108240101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D8757366e6842a1a6-2292267c27cb000d%3AT%3D1630148319%3ART%3D1630148319%3AS%3DALNI_MYg6kbH7s_r7y7UONr7MnNoAoR-MA&prev_fmts=728×90%2C1200x280%2C0x0&nras=3&correlator=5030377603206&frm=20&pv=1&ga_vid=253402157.1630148298&ga_sid=1630149613&ga_hid=868802986&ga_fc=0&ga_cid=1694721248.1630148298&u_tz=360&u_his=8&u_java=0&u_h=768&u_w=1360&u_ah=738&u_aw=1360&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=236&ady=1456&biw=1343&bih=666&scr_x=0&scr_y=0&eid=44747620%2C31062297&oid=3&pvsid=1374365891464782&pem=742&ref=http%3A%2F%2Fwww.bbarta24.net%2Fsports%2F155944&eae=0&fc=384&brdim=-8%2C0%2C-8%2C0%2C1360%2C0%2C1376%2C754%2C1360%2C666&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=23&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=OQY7nzPLwA&p=http%3A//www.bbarta24.net&dtd=42
১ সেপ্টেম্বর শুরু হবে মাঠের লড়াই। তার আগে আগামী ৩০ আগস্ট (সোমবার) নিউজিল্যান্ড থেকে উড়ে এসে দলের সঙ্গে যোগ দেবেন হ্যানরি। যদিও এসেই মাঠে নামার সুযোগ নেই তার। ঢাকায় এসে তিনদিনের হোটেল কোয়ারেন্টাইনের সঙ্গে করোনাভাইরাস পরীক্ষায় উতরাতে হবে তাকে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হলেও দলের সঙ্গে ঢাকায় থেকে যাবেন অ্যালেন। দলীয় চিকিৎসক প্যাট ম্যাগহুকের তত্ত্বাবধানে চলবে এই ব্যাটসম্যানের চিকিৎসা।
১৫ সদস্যের স্কোয়াডে থাকা অ্যালেন ব্যাটসম্যান হলেও তার বিকল্প হিসেবে যাকে নেয়া হয়েছে সেই হ্যানরি মূলত পেসার। বিকল্প হিসেবে হ্যানরিকে দলে নেয়ার কারণ ব্যাখ্যা করেছেন ব্ল্যাকক্যাপস হেড কোচ গ্যারি স্টেড।
ক্রাইস্টচার্চ থেকে গ্যারি বলেছেন, হ্যানরি ফিনের বিকল্প না হলেও নির্বাচকদের কাছে এ মুহূর্তে সেরা বিকল্প। জাতীয় দলের বাকি ক্রিকেটাররা ব্যস্ত থাকায় এবং হ্যানরির করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুই ডোজ সম্পন্ন হওয়ায় তাকেই অগ্রাধিকার দেয়া হয়েছে।
এর আগে মূল দলের আগেই বাংলাদেশে এসেছিলেন অ্যালেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকায় আসেন তিনি। দুই ডোজ ভ্যাকসিনই নিয়েছেন এই কিউই তারকা। ঢাকায় আসার ৪৮ ঘণ্টা আগেও সব পরীক্ষায় উতরে গিয়েছিলেন। কিন্তু ঢাকায় এসেই হলেন করোনা পজিটিভ। বর্তমানে রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন তিনি। সেখানেই চলছে অ্যালেনের চিকিৎসা।
Test News